ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত

শেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে
শেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে | ছবি: এখন টিভি
0

শেরপুরের ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আবু বক্কর (৬০) নামের একজন নিহত হয়েছেন। একই ঘটনায় মোটরসাইকেল দুটির আরও তিনজন যাত্রী আহত হয়েছেন। আজ (রোববার, ২১ ডিসেম্বর) সকালে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার ঝিনাইগাতী গজনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর রাংটিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে। আহতরা হলেন— কবিতা খাতুন (১৫), সিনহা খাতুন (১০) ও সিফাত (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে রাংটিয়ার ঝিনাইগাতী গজনী সড়কের দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর বিকট শব্দ পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন:

সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন। গুরতর আহত অন্য তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএইচ