হালের টি-টোয়েন্টি ফরম্যাটে খুব একটা ছন্দে নেই বাংলাদেশ। মাঠের বাইরেও চলছে সমালোচনা। টি-টোয়েন্টিতে সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ৩-০ ব্যবধানে। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে আবার মাঠে নামছে টাইগাররা।
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা সিরিজটিতে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া লিটনই এখন টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্থায়ী অধিনায়ক। দায়িত্ব পাওয়ার পর এটিই তার প্রথম সিরিজ।
লিটন দাস বলেন, ‘চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার। ওদের মাঠে ওরা সবসময়ই ভালো দল। এখানে নিয়মিত খেলে ওরা, এই কন্ডিশন সম্পর্কে ওদের ভালো আইডিয়া আছে। একইসঙ্গে আমাদের দলও অনেক ভালো। আমরা চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার।’
পূর্ণ শক্তির দল নিয়েই শারজাতে গেছে বাংলাদেশ। চোটের কারণে দেশসেরা পেসার তাসকিন আহমেদ নেই। আইপিএলে ডাক পাওয়ায় এক ম্যাচ খেলেই ভারতে চলে যাবেন মুস্তাফিজুর রহমান। জয়ের ব্যাপারে আশাবাদী দল।
লিটন দাস বলেন, ‘আমাদের প্রথম টার্গেট হলো আমরা যেন দুটি ম্যাচই যেন জিততে পারি। আমরা চাইবো আমরা আগে যেসব জায়গা নিয়ে কাজ করেছি সে জায়গাগুলো যেন ফুলফিল করতে পারি।’
এখন পর্যন্ত আরব আমিরাতের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে প্রতিটি ম্যাচে। দুদল সবশেষ মুখোমুখি হয়েছিল ২০২২ সালে। তিন বছর পর আবারও দলটির সঙ্গে মাঠের লড়াইয়ে দলের সবাইকে নির্ভার থাকার বার্তা দিলেন অধিনায়ক।
লিটন দাস বলেন, ‘এই ফরম্যাটে অনেকসময় অনেক চিন্তা আসে। আমি চাইবো প্রতিটি খেলোয়াড় তার জায়গা থেকে যত ফ্রি ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা এনজয় করতে পারে। রেজাল্টের ভ্যাপারে চিন্তা করা যাবে না, একটা সময় রেজাল্ট চলে আসবে।’
শারজাতে সিরিজের শেষ টে-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৯ মে ।