বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নতুন কাণ্ডারি লিটন কুমার দাস, সে তো পুরোনো খবর। সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেয়ার আগে আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার পর প্রথমবার হাজির গণমাধ্যমের হন সামনে।
বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা সবসময়ই কঠিন। লিটন নিজেও এমন সময় দায়িত্ব পেলেন, যখন টাইগার জার্সিতে তার সময়টা খুব ভালো যাচ্ছিল না। তবে দায়িত্ব নিয়ে ব্যাট হাতেও ভালো করার প্রত্যাশা এই ডানহাতির।
লিটন দাস বলেন, ‘হ্যাঁ, আমি একটা খারাপ সময় পার করছিলাম যেখানে আমার ব্যাটে রান হচ্ছিল না। কিন্তু যখন ক্যাপ্টেন ছিলাম না তখনও পারফরম্যান্স খারাপ করছি। এখানে এমন না যে ক্যাপ্টেন হলে আবার খারাপ হবে। এটা প্লাস পয়েন্ট হতেও পারে। যেহেতু একটা নতুন সুযোগ আসছে, আমরা সবাই বিশ্বাস করি যারা পজিটিভ ওয়েতে চিন্তা করে তারা একদিন দুইদিন হলেও রেজাল্টটা আসে। আমি ওই জায়গায় আছি।’
নতুন অধিনায়কের ডেপুটিও একেবারে নতুন। সহ-অধিনায়ককে নিয়ে লিটনের কণ্ঠে ঝরলো প্রশংসা।
লিটন দাস বলেন, ‘অনেকদিন ধরেই কিন্তু শেখ মেহেদি ধরতে গেলে বাংলাদেশের পাওয়ার প্লের বোলার হিসেবেই বলা চলে। খুব ডোমিনেটিং বোলার। বিশ্ব ক্রিকেট খুব কম দেখবেন যেখানে স্পিনাররা এত ডোমিনেট করে বল করে। ও বাংলাদেশের একটা কী ফ্যাক্ট। যখন দায়িত্বটা পাবে, আমার মনে হয় ওখান থেকে ভালো করার চেষ্টা করবে। এবং ইনপুট দেয়ার চেষ্টা করবে আরও বেশি।’
অবধারিতভাবেই এসেছে ওয়ানডে র্যাংকিংয়ে পতনের আলাপ। সতীর্থদের লিটন স্মরণ করিয়ে দিলেন, সাফল্য এনে দেয়ার মূল দায়িত্বটা ক্রিকেটারদেরই।
লিটন দাস বলেন, ‘বাংলাদেশ দল যদি এগিয়ে যেতে চায়, তাহলে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে খেলোয়াড়দের। আমরা পারফরম্যান্স করলেই দল আগাবে। যারা বাংলাদেশের হয়ে খেলে তাদের প্রতিটি রোল প্লে করতে হবে মাঠের মধ্যে।’
স্থায়ী অধিনায়ক হিসেবে লিটনের প্রথম অ্যাসাইনমেন্টে তুলনামূলক সহজ প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। এরপরই পাকিস্তানের বিপক্ষে কঠিন সিরিজ। যেটি এখনও সুতোয় ঝুলছে। তবে লিটন বলছেন, ক্রিকেটাররা প্রস্তুত পাকিস্তান সফরেও।
লিটন দাস বলেন, ‘ক্যাপটেন্সি করা কঠিন, স্যার যখন বলছে উনি অনেককিছু ফাইন্ড আউট করেই কথাটা বলেছে। আমি তো লং টাইম কখনও করিনি, পার্টিকুলার সিরিজে করেছি, আমার জন্য খুব একটা বদার ফিল হয়নি। এখন দেখার বিষয় হচ্ছে এই সময়ের ভেতর আমি আমার দলকে কতটা গোছাতে পারি।’
দেখা গেছে লিটনের ব্যাট হাসলেই হাসে দল। তাই দর্শক-সমর্থকসহ টিম ম্যানেজমেন্ট, সবারই চাওয়া, নতুন দায়িত্বে পুরনো ছন্দে ফিরবেন লিটন দাস।




