সব ঠিক থাকলে আগস্ট মাসের ১৩ তারিখ ঢাকায় আসবে রোহিত শর্মার দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম দুই ওয়ানডেতে ১৭ ও ২০ আগস্ট মুখোমুখি হবে দুই দল।
এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওয়ানডে মাঠে গড়াবে ২৩ আগস্ট। এরপর একই ভেন্যুতে ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।
সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ আগস্ট। পরদিন পহেলা সেপ্টেম্বর ঢাকা ছাড়বে রোহিত-কোহলিরা।