সাদা বলের সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশে আসছে ভারত

সাদা বলের সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশে আসবে ভারতীয় ক্রিকেট দল
সাদা বলের সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশে আসবে ভারতীয় ক্রিকেট দল | এখন টিভি
0

তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সব ঠিক থাকলে আগস্ট মাসের ১৩ তারিখ ঢাকায় আসবে রোহিত শর্মার দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম দুই ওয়ানডেতে ১৭ ও ২০ আগস্ট মুখোমুখি হবে দুই দল।

এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওয়ানডে মাঠে গড়াবে ২৩ আগস্ট। এরপর একই ভেন্যুতে ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ আগস্ট। পরদিন পহেলা সেপ্টেম্বর ঢাকা ছাড়বে রোহিত-কোহলিরা।

এসএস