আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির | এখন
0

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির হোসেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে গিয়ে তথ্য গোপন করায় আইসিসির নিষেধাজ্ঞায় পড়েন তিনি।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ দিয়ে আবার ও মাঠে ফিরলেন নাসির হোসেন। সোমবার রূপগঞ্জ টাইগার্স ক্লাবের হয়ে খেলতে নামেন নাসির।

২০২১ সালে আবুধাবি টি টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। কিন্তু আইসিসির কাছে সেই তথ্য গোপন করেন তিনি। পরে তদন্তে ধরা পড়লে সেই অপরাধ স্বীকার করেন নাসির।

তথ্য গোপন করায় সব ধরণের ক্রিকেট থেকে ২ বছরের নিষেধাজ্ঞা পান তিনি, যেখানে ছিল ৬ মাসের স্থগিত নিষেধাজ্ঞা। সব শর্ত পূরণ করায় ৬ এপ্রিল শেষ হয় নাসিরের সব নিষেধাজ্ঞা।

এএইচ

BREAKING
NEWS
2