বৃষ্টিবিঘ্নিত দিনে ৪২ ওভার ম্যাচ নির্ধারিত হয়। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই নিক কেলিকে ফেরান নাসিম শাহ। এরপর আরেক ওপেনার রিস মারিও ও হেনরি নিকোলসের পঞ্চাশোর্ধ জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেয় কিউইরা।
ফিফটি করেন মারিও। তাদের বিদায়ের পর ড্যারেল মিচেলের ৪৩ ও অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের ৪০ বলে ৫৯ রানের ক্যামিওতে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্বাগতিকরা ২৬৪ রানের সংগ্রহ পায়।
জবাব দিতে নেমে শুরুতেই ইনজুরিতে মাঠ ছাড়েন পাকিস্তানি ওপেনার ইমাম উল হক। আবদুল্লাহ শফিক ও বাবর আজমের জুটিতে জয়ের স্বপ্ন দেখতে থাকা সফরতরা খেই হারায় শফিকের বিদায়ে।
বাবরের ৫০ ও রিজওয়ানের ৩৭ রান ছাড়া উল্লেখযোগ্য কোন ভূমিকা রাখতে না পারলে সব উইকেট হারিয়ে ২২১ রানেই থামে পাকিস্তানের ইনিংস।