তাকে অভিষেকের বদলে নামানো হতে পারে। লখনৌকে স্পিন দিয়ে ঘায়েল করার পরিকল্পনা সাজিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। যে কারণে আফগান স্পিনার মুজিব-উর-রহমানকে খেলানোর পরিকল্পনা করেছে হার্দিক পান্ডিয়ার দল।
আসরে সমান তিনটি ম্যাচ খেলেছে দু'দল। জয়ও সমান একটি করে। তবে, রান রেটের দিক দিয়ে এগিয়ে মুম্বাই।