হার্ট অ্যাটাকের বিষয়টি মানসিকভাবে মেনে নিতে পারছেন না তামিম

ক্রিকেট
এখন মাঠে
0

হার্ট অ্যাটাকের বিষয়টি মানসিকভাবে মেনে নিতে পারছেন না তামিম, তাই একজন মনোবিদ নিয়োগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিকেল বোর্ড সভা শেষে গণমাধ্যমে তার সর্বশেষ পরিস্থিতিতে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা। আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) তামিমের বিষয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য জানানো হয়।

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের বোর্ড সভা শেষে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সিসিইউ থেকে সরিয়ে কেবিনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। হাসপাতালে আরও দুই থেকে তিন দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান দায়িত্বরত চিকিৎসক।

সংবাদ ব্রিফিংয়ে ছিলেন এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেস ডিরেক্টর আরিফ মাহমুদ। তিনি জানান তামিম শিগগিরই বাসায় ফিরতে পারবেন।

তিনি বলেন, ‘তামিম ভালো আছেন, সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন। আজকে স্যার দেখার পর সিসিইউ থেকে তাকে রুমে পাঠিয়ে দেয়া হবে। সেখানে এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। এরপরই তিনি বাসায় যেতে পারবেন।’

চিকিৎসক জানান, দেশবাসীর অবগতির জন্য জানাচ্ছি যে, এখানে আজ সকালে ড. অধ্যাপক শাহাবুদ্দীন তালুকদারের নেতৃত্বে একটা মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে।

আরিফ মাহমুদ বলেন, ‘এই বোর্ড মিটিংয়ের রিপোর্ট অনুযায়ী, আজকে ওনাকে আরেকবার দেখার পর সিসিইউ থেকে রুমে স্থানান্তর করা হবে। তাকে আরো এক-দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। এরপর তিনি বাসায় যেতে পারবেন।’

ব্রিফিংয়ে ড. শাহাবুদ্দীন তালুকদার বলেন, ‘তামিম তার এই হার্ট অ্যাটাকের বিষয়টি মানসিকভাবে মেনে নিতে পারছেন না। আমরা ওনার মানসিক এই বিষয়ের জন্য একজন কাউন্সিলরকে রেখেছি উনি কাউন্সেলিং করবেন।’

এসএইচ