বিশ্বকাপের আগে এসব ঘটনায় দলে প্রভাব পড়ে: শান্ত

নাজমুল হোসেন শান্ত | ছবি: এখন টিভি
0

তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুলের করা পোস্টকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের আগে দলে এসব ঘটনার বাজে প্রভাব পড়ে বলেও মনে করেন তিনি। তবে সব ছাপিয়ে দল ভালো করবে বলে বিশ্বাস তার। এদিকে বিশ্বকাপে খেলতে যেকোনো জায়গায় খেলতে প্রস্তুত মাহেদী।

নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলকে না পাঠানোর পক্ষে বিসিবি। এদিকে বোর্ডের এমন সিদ্ধান্তের বিপক্ষে তামিম ইকবাল। সাবেক এ অধিনায়কের মতে, ভবিষ্যৎ বিবেচনা করে বোর্ডের সিদ্ধান্ত নেয়া উচিৎ।

এমন মন্তব্যের জেরে তামিমকে ভারতের দালাল আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। যা নিয়ে আপত্তি জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এ পরিস্থিতিতে নিজের দৃষ্টিকোণ ব্যাখ্যা করেছেন তিনি।

রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমি এমন একটি মানুষের নামে এমন একটি কমেন্ট করে ফেললাম যিনি কি না আমাদের অভিভাবক। এটি গ্রহণ করা খুবই কঠিন।’

যেকোনো বড় টুর্নামেন্টের আগেই বাংলাদেশের ক্রিকেটে অস্থিরতা যেন স্বাভাবিক ঘটনা। সেটি মেনে নিয়েই আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলে আশা প্রকাশ করেছেন শান্ত।

আরও পড়ুন:

শান্ত বলেন, ‘প্রতি ওয়ার্ল্ড কপের আগে কিছু না কিছু ঘটে আমাদের। এ ব্যাপার নিয়ে বলবো এটি আমাদের কন্ট্রোলেরও বাইরে। ওই কথাই বলবো অ্যাক্টিং করে হলেও ভালো মন মানসিকতা নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যদি যাই, সেখানে চেষ্টা করতে হবে কীভাবে দলের হয়ে ভালো খেলতে পারি।’

এদিকে বিশ্বকাপের ভেন্যু নিয়ে চিন্তিত নন মাহেদী হাসান। দলের জন্য যেকোনো জায়গায় খেলতে প্রস্তুত তিনি।

চট্টগ্রামের অধিনায়ক মাহেদী হাসান বলেন, ‘দিন শেষে ব্যাটসম্যানের জায়গায় তাদের পারফর্ম করা ইম্পরট্যান্ট তাদের ফর্মে থাকাও ইম্পরট্যান্ট। আশা করি তারা সঠিক সময়ে সঠিক জায়গায় জ্বলে উঠবে। অনিশ্চয়তা ম্যানেজমেন্টের বিষয়। এখানে প্লেয়ারদের কোনো কাজ নেই। প্লেয়ারদের কাজ খেলা। আপনি যদি মঙ্গল গ্রহেও পাঠান প্লেয়াররা অবশ্যই যাবে। আমার মনে হয় না এটি নিয়ে কোনো সন্দেহ আছে।’

বিপিএল চললেও সময় যত এগিয়ে আসছে, বিশ্বকাপ নিয়ে ততই চিন্তা বাড়ছে বোর্ড ও ক্রিকেটারদের। চলমান অস্থিরতা পাশে রেখে মাঠের ক্রিকেটে ভালো করতে যান খেলোয়াড়রা।

এফএস