তামিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল দেশের ক্রিকেট অঙ্গন

কোয়াবের লোগো ও তামিম ইকবাল | ছবি: এখন টিভি
0

তামিম ইকবালকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালকের বিতর্কিত মন্তব্য ঘিরে ক্ষোভ আর প্রতিবাদে উত্তাল দেশের ক্রিকেট অঙ্গন। সাবেক অধিনায়কের বিষয়ে কটূক্তির অভিযোগে সংশ্লিষ্ট পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এখন টিভিকে কোয়াব সদস্য রুমানা আহমেদ জানিয়েছেন প্রতিক্রিয়া।

বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের ফেসবুক পোস্ট দেশের ক্রিকেট অঙ্গনে তৈরি করেছে নতুন বিতর্ক। তামিম ইকবালের একটি মন্তব্য ঘিরে তার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রতিবাদের ঝড় ওঠে ক্রিকেট মহলে। পক্ষে-বিপক্ষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন বর্তমান ও সাবেক ক্রিকেটারসহ ভক্তরা।

ঘটনার পর বিসিবি সভাপতির কাছে প্রতিবাদলিপি পাঠিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। বলছে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সংশ্লিষ্ট পরিচালককে। আর তাকে আনতে হবে জবাবদিহিতার আওতায়।

কোয়াবের কার্যনির্বাহী সদস্য রোমানা আহমেদ বলেন, ‘পাবলিক প্লাটফর্মে আসলে এ ধরনের শব্দ ব্যবহার ঠিক না। যার তার ব্যাপারে বলাও ঠিক না। এটি আরও গুরুগম্ভীর হতে পারতো। আমরা আশাই করিনি একজন পরিচালক এমন করবেন। এটি কখনোই গ্রহণযোগ্য নয়।’

আরও পড়ুন:

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনাকে ধিক্কারজনক উল্লেখ করে, কোয়াবের কার্যনির্বাহী সদস্য রোমানা আহমেদ জানান, বিশ্বকাপের বিষয়টি মাথায় রেখে সতর্কভাবেই এগোতে হবে বোর্ডকে।

রোমানা আহমেদ বলেন, ‘আমি সবসময় মনে করি সামঞ্জস্য একটি ব্যাপার আছে। মোস্তাফিজের সঙ্গে যে ইস্যুটি দেখিয়েছে সেটিকে অবশ্যই ধিক্কার জানাই। ওয়ার্ল্ড কাপে অবশ্যই নিরাপত্তার একটি ব্যাপার থাকে। এ ধরনের ব্যবহার না করে আমার মনে হয় বিসিবি এবং আইসিসি বসে কথা বলা যেতে পারে।’

সব মিলিয়ে এক ফেসবুক পোস্ট ঘিরে শুরু হওয়া এ বিতর্ক এখন বিসিবির ভেতরের শৃঙ্খলা, জবাবদিহিতা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকেও প্রশ্নের মুখে ফেলেছে।’

এফএস