ডাক মেরে আইপিএলে নতুন রেকর্ড ম্যাক্সওয়েলের

ক্রিকেট
এখন মাঠে
0

আইপিএল মানেই যেন রেকর্ডের আঁতুড়ঘর। তবে গ্লেন ম্যাক্সওয়েল যেটা করলেন, এমন রেকর্ড করতে চাইবে না অন্য কেউ। ডাক মেরে নতুন রেকর্ডের মালিক এখন অজি ব্যাটার।

গুজরাট টাইটানসের বিপক্ষে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সাই কিশোরের প্রথম বলে নিজের উইকেট বিলিয়ে গোল্ডেন ডাক মারেন ম্যাক্সি। এরপরই শূন্য রানে আউটের রেকর্ড গড়েন অজি তারকা।

এই ম্যাচসহ আইপিএলে এখন পর্যন্ত মোট ১৯ বার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন তিনি। ছাড়িয়ে যান ১৮টি ডাক মেরে এতোদিন শীর্ষে থাকা ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও দীনেশ কার্তিককে।

আইপিএলের ইতিহাসে শূন্য রানে আউট হওয়ার তালিকায় এই তিনজনের পরে রয়েছেন পীয়ুশ চাওলা ও সুনীল নারিন।

এই দুই ব্যাটারের নামের পাশে আছে ১৬ বার ডাক মারার রেকর্ড। এছাড়া ১৫ বার ডাক মেরে আফগান অলরাউন্ডার রশিদ খান আছেন তালিকার পরের স্থানে।

ইএ