চোখের আড়াল নাকি মানুষকে মনের আড়াল করে, তবে বহুল প্রচলিত এই প্রবাদটাই মিথ্যা প্রমাণিত হয় যখন তাতে জড়িয়ে পড়ে সাব্বির রহমান নাম। জাতীয় দলের বাহিরে আছেন তিন বছরের বেশি, তবে এখনও দর্শকদের মাঝে সাব্বির যেন এক ভালোবাসার নাম।
বিপিএলে নিজের প্রত্যাবর্তনের পর চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও সাব্বির নাম লিখিয়েছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে। যেখানে চড়েছে ক্যাপ্টেনের আর্মব্যান্ডটাও। তবে নতুন দায়িত্ব উপভোগ করলেও ব্যাটে রান না আসায় চিন্তিত তিনি।
সাব্বির রহমান বলেন, 'নতুন একটা অধ্যায় আমার জন্য। ক্যাপ্টেন হয়েছি সাথে দলটাও একটু নতুন, জুনিয়র নিয়ে দল করেছি আমরা, এখনও রেজাল্ট করতে পারিনি। আমার বিশ্বাস বাকি যে ম্যাচগুলো আছে ভালো করতে পারবো, ইনশাআল্লাহ। দুই তিনটা ম্যাচ নিজে আউট হয়ে গেছি। নিজের ভুলটা আসলে বুঝতে পারছি। আমার কাছে মনে হয় প্রতিটি ম্যাচ, প্রতিটি সেকেন্ড আমার জন্য শেখার বিষয়।'
তবে আক্ষেপ আছে চলতি বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে। যে ক্রিকেটের ওপর নির্ভর করে চলে ক্রিকেটারদের ঘর সংসার, সেই ক্রিকেটে আর্থিক সংকটের স্থায়ী সমাধান চান সাব্বির রহমান।
সাব্বির রহমান বলেন, 'ঢাকা প্রিমিয়ার লিগ অনেক বড় একটা ইভেন্ট। এটাতে যদি আমাদের খেলোয়াড়রা পারিশ্রমিক না পায় তাহলে অনেক খেলোয়াড় কিন্তু খেলাধুলা ছেড়ে দেবে। এবং অনেকে ছেড়েও দিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় এ বছর যা হয়েছে, হয়েছে। আগামী বছর থেকে বিসিবি যেন একটু নজর দেয় এবং যারা খেলোয়াড় ভালো তারা যেন বেস্ট পারিশ্রমিকটা পায়।'
এদিকে জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন উত্তীর্ণ হওয়ার খবর স্বস্তি দিয়েছে সাব্বিরকেও। বারবার ব্যর্থ হয়ে সাকিবের এই ফিরে আসা শিক্ষা হিসেবে নিয়েছেন পারটেক্স অধিনায়ক।
সাব্বির রহমান বলেন, 'সাকিব আল হাসান একজন লিজেন্ড এবং অনেক বড় খেলোয়াড়। উনি জানে, উনি কী চান। এবং উনার দ্বারা কী সম্ভব, উনি ছাড়া আর কেউ ভালো জানে না। উনার যে প্ল্যান সেটা তিনিই ভালো জানেন। আমার কাছে মনে হয়, উনি কখনও গিভআপ করেন না। ফেল যতবারই করুক ততবারই ট্রাই করে, অনেক বেশি ট্রাই করে। সিনিয়র যারা খেলোয়াড় ছিলেন তাদের থেকে আমরা সবসময় শিখেছি, এখনও শিখছি।'
ডিপিএলে নিজের দলকে সম্মানজনক অবস্থানে নিতে চান সাব্বির। দলের সাথে আবারও রানে ফিরে টানতে চান মৌসুমের শেষটা।