কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল জানিয়েছে, ৫ ম্যাচের নিষিদ্ধ ছাড়াও আফকন ফাইনালে খেলা বন্ধ করা এবং নীতিমালা বিরোধী আচরণের কারণে সেনেগাল কোচ পেপ থিয়াওকে ১ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন:
এছাড়া রেফারির সঙ্গে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে সেনেগাল ফরোয়ার্ড ইলিমান এনদায়ে এবং সারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে সেনেগাল ফুটবল ফেডারেশনকে ৬ লাখ ১৫ হাজার ডলার জরিমানা করা হয়।
একই কারণে মরক্কোর স্ট্রাইকার সাইবারিকে ৩ ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ১ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। তার সতীর্থ আশরাফ হাকিমিকে নিষিদ্ধ করা হয়েছে দুই ম্যাচের জন্য।





