অবশেষে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ সাকিব

ক্রিকেট
এখন মাঠে
0

অবশেষে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটিতে তৃতীয় দফায় পরীক্ষা দিয়ে পাস করেছেন এই অলরাউন্ডার। ফলে সব ধরনের ক্রিকেটে বোলিংয়ে আর কোনো বাধা নেই টাইগার এই ক্রিকেটারের।

বারবার পরাজিত হলেও হার মানা যাবে না, চেষ্টা চালিয়ে গেলে কেউ দাবায়ে রাখতে পারবে না। বোলিং অ্যাকশন নিয়ে টানা দুই ব্যর্থতার পর অবশেষে মুক্তি মিলেছে সাকিব আল হাসানের। তৃতীয় বারের চেষ্টায় অ্যাকশন শুধরে আবারো ২২ গজে হাত ঘুরানোর বৈধতা পেলেন এই অলরাউন্ডার।

বুধবার (১৯ মার্চ) রাতে বোলিং টেস্টে সাকিবের উত্তীর্ণ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। তবে আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ম্যাচ বল করার অনুমতি পেয়েছেন বাংলার নবাব। শীঘ্রই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে দেয়া হবে আনুষ্ঠানিক বিবৃতি।

বিসিবির দেয়া বিবৃতিতে জানানো হয়, গেল ৯ মার্চ ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটিতে তৃতীয় দফায় পরীক্ষায় অংশ নেন সাকিব। সেখানে উত্তীর্ণ হওয়ায় এখন থেকে সব ধরনের ক্রিকেটেই বল করতে পারবেন তিনি।

গত বছরের সেপ্টেবরে কাউন্টি ক্রিকেটে সারের হয়ে টানা ২৩ ওভার বল করেন মিস্টার সেভেন্টিফাইভ। ম্যাচ শেষে আম্পায়ারের সন্দেহের চোখে পড়েন তিনি। পরে পরীক্ষায় ব্যর্থ হওয়ায় সাকিবকে নিষেধাজ্ঞা দেয় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। যার ধারাবাহিকতায় নিষেধাজ্ঞা দেয় আইসিসিও। পরে দ্বিতীয় দফায় চেন্নাই এসে পরীক্ষা দিলেও লাভ হয়নি। টানা দুই পরীক্ষায় ব্যর্থ হওয়ায় নিষেধাজ্ঞা বহাল থাকে সাবেক অধিনায়কের নামের পাশে।

তবে নামটা সাকিব বলেই হয়তো বারবার খুঁজে পাওয়া যায় ফিরে আসার আত্মবিশ্বাস। এবার সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে দূরে রেখে করে গেছেন কঠোর পরিশ্রম। যার ফল পেলেন তৃতীয় দফায়, বোলিং টেস্টে। ইংল্যান্ডের সেই লাফবোরো ইউনিভার্সিটি থেকেই বোলিংয়ের ছাড়পত্র নিয়েছেন টাইগার অলরাউন্ডার।

ইএ