ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো গোলাপি বলে খেলবে ক্রিকেটাররা

ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো গোলাপি বলে খেলবে ক্রিকেটাররা | এখন টিভি
0

দেশের ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো গোলাপি বলে খেলবে ক্রিকেটাররা। মে মাসে অনুষ্ঠাতব্য বিসিএলের আসরে চারদিনের ম্যাচকে ঘিরে বিসিবির রয়েছে নতুন কিছু পরিকল্পনা।

২০০৯ সালের জুলাইয়ে বাকিংহামশায়ারে প্রথমবারের মতো গোলাপি বলে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মেয়েরা। এরপর ২০১১ সালের জানুয়ারিতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে প্রথম শ্রেণির ম্যাচে গোলাপি বলের অভিষেক হয় গায়ানা-ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর খেলায়। এরপর থেকেই শুরু হয় দেশে দেশে সীমিত আকারে গোলাপি বলে খেলার প্রচলন। বাংলাদেশে প্রথম খেলা হয় ২০১২-১৩ মৌসুমের বিসিএল ফাইনালে। মিরপুরে সেদিন মুখোমুখি হয়েছিল নর্থ জোন-সেন্ট্রাল জোন।

বিসিএল গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। একে আকর্ষণীয় করতে গোলাপি বলে আয়োজন করতে চায় বিসিবি। মে মাসে শুরু হবে চার দিনের ম্যাচ ফরম্যাটের বিসিএল আসর। আগামী সপ্তাহে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।

বিসিবির পরিচালক আকরাম খান বলেন, 'ন্যাশনাল লিগের আটটি বিভাগ থেকে আমরা চারটা ভাগ করে ওই টুর্নামেন্টটা করি। এটা আমরা করার জন্য উৎসাহী। যেহেতু মে মাসে গরম অনেক বেশি পড়ে সেজন্য আমরা পরিকল্পনা করছি, এখনও চূড়ান্ত না যে গোলাপি বল দিয়ে খেলা হবে।'

খেলোয়াড়রা যাতে গোলাপি বলে অভ্যস্ত হতে পারে সেজন্য খেলার আগেই সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে চায় বিসিবি। ডে নাইট ম্যাচ আয়োজন করার ও ছক কষছে বিসিবি।

আকরাম খান বলেন, 'প্রতিটি ফ্যাসিলিটিস আমাদের থাকবে। আমরা যদি গোলাপি ভল দিয়ে খেলি ওরা অনুশীলনের সুযোগ পাবে। অনুশীলনের জন্য বলগুলো দিবো। যদি পপুলারিটি বাড়ে তাহেল কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্যই বালো হবে। আমরা চেষ্টা করবো এটা ডে-নাইট করার।'

ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে ভিন্ন ভিন্ন বলে খেলা হয়। ক্রিকেটারদের সব বলের ধারণা থাকা খুব জরুরি বলে মনে করেন কোচ সোহেল।

বিসিবির সোহেল আহমেদ বলেন, 'যতগুলো বল আছে এর মধ্যে গোলাপি বলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ থাকে। হঠাৎ করে গোলাপি বলে খেলতে গেলে অন্তত সেই চ্যালেঞ্জগুলো যেন নিতে পারি সেজন্য এখানে ম্যাচ খেললে ভালো হবে।'

দেশের ক্রিকেটে গোলাপি বলের প্রচলন একেবারে নতুনই বলা যায়। বিসিএলে এবারের আসরে যদি গোলাপি বলে খেলার সুযোগ পায় ক্রিকেটাররা তবে গোলাপি বলের ক্রিকেট দিয়ে বাংলাদেশ ক্রিকেট প্রবেশ করবে এক নতুন যুগে।

এসএস