বিদায়। বিষাদে ভরা একটি শব্দ। তবে অনিবার্য বাস্তবতা সবাইকেই মানতে হয়। মুশফিকও মেনে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে প্রায় ১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনেছেন। ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়ে সতীর্থদের ভালোবাসায় সিক্ত অভিজ্ঞ এই ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করেছেন মাহমুদউল্লাহ রিয়াদের সাথে। মুশফিকের বিদায়ের খবরে, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে থাকা রিয়াদ। লঙ্কানদের বিপক্ষে মুশির পাঁজর ভাঙা শতকের স্মৃতিচারণ করেছেন তিনি।
আরেক সতীর্থ তাসকিন বললেন, মুশফিক ছাড়া বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট কল্পনা করা কঠিন। মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশি যে তাদের অনুপ্রেরণার নাম সে কথাও জানালেন এই স্পিডস্টার।
মুশফিকের বিদায়ের কথা শুনে বাল্যকালের স্মৃতিচারণ করলেন তাওহীদ হৃদয়। ওয়ানডে অভিষেকে তার কাছ থেকে ক্যাপ নেয়া আর ড্রেসিংরুম শেয়ার করতে পারাটা হৃদয়ের কাছে রূপকথার গল্প।
বর্তমানদের মতো সাবেকরাও স্মৃতিকাতর হয়েছেন। তাদের মধ্যে অন্যতম মাশরাফি বিন মর্তুজা। সাবেক এই অধিনায়ক জানালেন, মুশফিকের ত্যাগের গল্প বাংলাদেশের প্রজন্মের পর প্রজন্ম অনুকরণীয় হয়ে থাকবে।
আবেগতাড়িত হয়ে সদ্য সাবেক হওয়া তামিম ইকবাল অন্যদের মতো ফেসবুক স্ট্যাটাস নয়। ভিডিও বার্তায় মুশফিককে নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। তার মতে, মুশফিকের অর্জন বছরের পর বছর মনে রাখা হবে।
সাদা বলের ক্রিকেটকে বিদায় বললেও টেস্ট ফরম্যাটে খেলতে দেখা যাবে মুশফিকুর রহিমকে।