অবশেষে ডিপিএলে ক্লাবের জার্সি গায়ে অনুশীলনে লিটন

অবশেষে ডিপিএলে ক্লাবের জার্সি গায়ে অনুশীলনে লিটন | এখন টিভি
0

নানা জল্পনা-কল্পনার পর গুলশান ক্রিকেট ক্লাবের জার্সি গায়ে অনুশীলনে যোগ দিয়েছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। মোহামেডান অধিনায়ক তামিম ইকবালের চেষ্টায় শেষ পর্যন্ত দল পেয়েছেন এই ক্রিকেটার। লিটনকে পেয়ে উচ্ছ্বসিত দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনও। এই ওপেনারের সংযুক্তি দলের জুনিয়র ক্রিকেটারদের জন্য আশীর্বাদ বলে মনে করেন তিনি।

টানা দুই দিনের ম্যাচ ডে শেষে বুধবার (৫ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিশ্রামে ছিল ক্লাবগুলো। তবে রেস্ট ডেতে যেন নিজেদের প্রস্তুত করতেই ব্যস্ত ছিল আবাহনী-গুলশান-প্রাইম ব্যাংকসহ টুর্নামেন্টে অংশ নেয়া প্রায় প্রতিটি দল।

নতুন মৌসুমে লিগের প্রথম দিনেই দেশের ক্রিকেটে বড় চমক দিয়েছে ডিপিএলে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। তামিম-মুশফিক-রিয়াদের মতো তারকাঠাসা মোহামেডানের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে খালেদ মাহমুদ সুজনের দল। এবার নিজেদের শক্তি বাড়াতে দলটিতে যুক্ত করা হয়েছে দেশের অন্যতম সেরা ব্যাটার লিটন কুমার দাসকে। তার সংযুক্তি দলের জুনিয়র ক্রিকেটারদের জন্য আশীর্বাদ হবে বলে মনে করেন দলটির প্রধান কোচ।

গুলশান ক্রিকেট ক্লাবের কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, 'যে যা বলুক আর না বলুক, মি জানি ও বাংলাদেশের ওয়ান অফ দ্যা বেস্ট। ওর মতো বেস্ট প্লেয়ার পাওয়া আমার জন্য বিরাট একটা ব্যাপার। ওকে আমরা কতটুকু সাপোর্ট করতে পারি এটা বেশি জরুরি। আর আমার তরুণদের জন্য খুব সুবিধা হলো যে ওর মতো একজন আমার ড্রেসিং রুমে থাকবে।'

এবারের ডিপিএলে আর্থিক বনিবনার অভাবে লিটনের দল পাওয়া নিয়েও তৈরি হয়েছিল নানা সংশয়। তবে শেষ পর্যন্ত তামিম ইকবালের উদ্যোগে দল পেয়েছেন এলকেডি। লিটনের আর্থিক বিষয়টিও নাকি নিজে সমাধান করেছেন মোহামেডানের অধিনায়ক তামিম।

খালেদ মাহমুদ সুজন বলেন, 'তামিম আমাকে লিটনকে এই দলে এনে দিয়েছে। আার্থিক সাপোর্টটা তামিমই দিয়েছে। এজন্য আমি ওকে ধন্যবাদ জানাই।'

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের অভিজ্ঞতার অভাব বোধ করেছেন সুজন নিজেও। নির্বাচকদের দূরদর্শিতার অভাবেই বাদ পড়েছেন এই ওপেনার। তবে সুজন মনে করেন ডিপিএল দিয়ে আবারও পুরোনো রূপে ফিরবেন লিটন কুমার দাস।

খালেদ মাহমুদ সুজন বলেন, 'মানতেই পারিনি যে লিটন নেই। যতযাই বলেন এইসব টুর্নামেন্টে এক্সপেরিয়েন্স ম্যাটার করে। মাহমুদুল্লাহ-মুশফিককে এক্সপেরিয়েন্স বললে লিটনকেও বলতে হবে।'


এসএস