ঢাকা প্রিমিয়ার লিগে দলবদলের প্রক্রিয়ায় অংশ নিয়েছেন সাকিব

0

ঢাকা প্রিমিয়ার লিগ ২০২৪-২৫ এর দলবদলের প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন সাকিব আল হাসান। প্রিমিয়ার লিগের দু'দিন ব্যাপী খেলোয়াড় নিবন্ধন কার্যক্রমের প্রথম দিনে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে রেজিস্ট্রেশন করার জন্য আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন সাকিব আল হাসান ও রূপগঞ্জ কর্তৃপক্ষ।

এরইমধ্যে দলটির হয়ে খেলতে নিজের ছবি ও তথ্য পাঠিয়ে দিয়েছেন তিনি। তবে সাকিবকে দলে টানলেও তার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আর দেশে আসেননি তিনি।

গেল বিপিএলে চিটাগাং কিংসের সঙ্গে চুক্তি করলেও, শেষমেশ খেলা হয়নি এই অলরাউন্ডারের। এদিকে খেলোয়াড় নিবন্ধনের প্রথম দিনে গাজী গ্রুপের হয়ে খেলার জন্য নিবন্ধন করেছেন আনামুল হক বিজয় ও মুনিম শাহরিয়ার।

প্রাইম ব্যাংকে খেলার জন্য নিবন্ধন করেছেন শামীম পাটোয়ারী ও নাঈম শেখ। অগ্রণী ব্যাংকে খেলবেন ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। মোহামেডানের হয়ে নিবন্ধন করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ডিপিএল মাঠে গড়াবে আগামী ৩ মার্চ থেকে।

এএইচ