চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট
এখন মাঠে
0

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ (শুক্রবার, ২১ ফেব্রুয়ারি) দুপুর ৩টায়।

মাঠে নামার আগে দু'দলেই রয়েছে ইনজুরি সমস্যা। ইতিমধ্যে চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন গাজানফার। এছাড়া প্রোটিয়া স্কোয়াডেও নেই রায়ান রিকেলটন ও স্টাবস।

এদিকে সবশেষ চার ওয়ানডেতে জয় পাওয়া আফগানিস্তানের আত্মবিশ্বাস তুঙ্গে। এর মধ্যে গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও রয়েছে জয়ের সুখস্মতি।

অন্যদিকে ছাড় দিতে নারাজ প্রোটিয়ারাও। দুদলের মুখোমুখি হওয়া সবশেষ পাঁচ ওয়ানডের মধ্যে তিনটিতেই জয় পায় তারা।

এসএস