তর্ক-বিতর্কের বিপিএলে রেকর্ডের ছড়াছড়ি

ক্রিকেট
এখন মাঠে
0

মাঠের বাইরে বিতর্কিত হলেও, মাঠের ক্রিকেটে ভালোই বিনোদন জুগিয়েছে এবারের বিপিএল। হয়েছে রান বন্যা, ক্রিকেটাররা গড়েছেন একের পর এক রেকর্ড। দেশের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি আসরে ব্যাটে দেশিরা দাপট দেখালেও বল হাতে ছড়ি ঘুরিয়েছেন বিদেশিরা।

ব্যতিক্রমী এক বিপিএলের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু। মাঝপথেই ঘুম ভেঙে আয়োজকরা দেখেন এ যে মহা দু:স্বপ্ন। পারিশ্রমিক ইস্যুতে একের পর এক ন্যাক্কারজনক ঘটনা, ফিক্সিংয়ের গন্ধ আর টিকিট নিয়ে অব্যবস্থাপনা, সবমিলিয়ে প্রতিশ্রুত ভিন্নধর্মী বিপিএল হয়ে রইলো সবচেয়ে বাজে বিপিএলের নমুনা।

এসবের মধ্যেও কেবল মাঠের ক্রিকেটে যদি মনোযোগী হন, তবে তৃপ্তির ঢেঁকুর তোলার সুযোগও আছে। আগের আসরগুলোর খরা কাটিয়ে এবার রীতিমতো রানের বন্যা ছুটেছে। সংক্ষিপ্ত সংস্করণে দর্শকরা চার-ছক্কার জোয়ার দেখতে চান, সেটি হয়েছে। বিপিএল ইতিহাসের ইনিংস সর্বোচ্চ রান, সর্বোচ্চ জুটি, সর্বোচ্চ সেঞ্চুরি, সবচেয়ে বেশি চার-ছক্কার রেকর্ড হয়েছে। দেশি ব্যাটারদের মধ্যে এক আসরে সর্বোচ্চ ৩৬টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন সেরা উদীয়মান তানজিদ তামিম। চারের ফিফটি হাঁকিয়েছেন তামিম ইকবাল।

ব্যাটিংয়ে রান জোয়ারের আসরে এবার দাপটটা দেশিদের। যদিও নামকরা বিদেশি ব্যাটার সেভাবে আসেননি। তবু নাঈম শেখ, তানজিদ তামিম, তামিম ইকবালরা প্রশংসা পেতেই পারেন। এবারের আসরে রান তোলায় শীর্ষ ১০ ব্যাটারের তালিকায় একমাত্র বিদেশি ব্যাটার গ্রাহাম ক্লার্ক।

বিপিএলের শীর্ষ ৫ রান সংগ্রাহক। ছবি: এখন টিভি

বল হাতে আবার বিপরীত চিত্র। উইকেট শিকারে শীর্ষ পাঁচের তিনজনই বিদেশি বোলার। যদিও সবার ওপরে গতিতারকা তাসকিন আহমেদের নাম। বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগারসহ আসরে ২৫ উইকেট শিকার করেছেন তিনি। গড় কিংবা ইকোনমিও ঈর্ষণীয় তার।

বিপিএলের শীর্ষ ৫ উইকেটশিকারি। ছবি: এখন টিভি

এবারের আসরের উইকেট প্রশংসা কুড়িয়েছে। অন্যান্য আসরের মত আউট নিয়ে বিতর্ক না হওয়ায় আম্পায়ারিংও পাচ্ছে লেটার মার্ক। কেবল মাঠের বাইরের কেলেঙ্কারি ঢাকতে পারলেই এবারের আসরটা হয়ে উঠতো অনন্য। সত্যিই ব্যতিক্রম। কিন্তু হলো কই!

ইএ