মাঠের বাইরে বিতর্কিত হলেও, মাঠের ক্রিকেটে ভালোই বিনোদন জুগিয়েছে এবারের বিপিএল। হয়েছে রান বন্যা, ক্রিকেটাররা গড়েছেন একের পর এক রেকর্ড। দেশের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি আসরে ব্যাটে দেশিরা দাপট দেখালেও বল হাতে ছড়ি ঘুরিয়েছেন বিদেশিরা।