ক্রিকেটে ফিরছে ভুলতে বসা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

.
ক্রিকেট
এখন মাঠে
0

১১ দিন পরে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। বহুজাতিক এই টুর্নামেন্টের আগে ক্রিকেটে ফিরছে ভুলতে বসা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এই তিন দেশের অংশগ্রহণে প্রায় ৬ বছর পর বিকেল ৩ টায় শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

এর আগে শেষবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আয়োজন করা হয়েছিল ২০১৯ বিশ্বকাপের আগে। আয়ারল্যান্ডের ঘরের মাঠে অনুষ্ঠিত সেই সিরিজে বাকি দুই প্রতিপক্ষ ছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজের চ্যাম্পিয়ন হয়েছিল মাশরাফি নেতৃত্বাধীন টাইগার দল। এরপর গেল ছয় বছরে টি-টোয়েন্টির চাপে হারিয়ে গিয়েছিল ত্রিদেশীয় সিরিজ।

অথচ একটা সময় অস্ট্রেলিয়া-সংযুক্ত আরব আমিরাতে নিয়মিতই বসতো তিন দেশের ওয়ানডে টুর্নামেন্ট। ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত আয়োজিত হয়েছে মোট ১২১টি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ।

এএইচ