সাফ উইমেনস অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের মেয়েরা। ২৫ মিনিটে মামনি চাকমার চোখধাঁধানো অলিম্পিক গোলেই ম্যাচের তালা খুলে যায়।
আরও পড়ুন:
এরপর একের পর এক আক্রমণে ভেঙে পড়ে ভুটানের রক্ষণ। মুনকি আক্তার ও তৃষ্ণা রানী, আলপি আক্তার উপহার দেন হ্যাটট্রিক। মুনকি ম্যাচে করেন চারটি গোল।
পুরো ম্যাচজুড়েই ছিলো বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য। এ বড় জয়ে আত্মবিশ্বাস নিয়ে রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।





