প্রাপ্তির পাশাপাশি বিপিএল ফাইনাল লিখেছে অপূর্ণতার গল্প

ক্রিকেট
এখন মাঠে
0

বরিশালের টানা দ্বিতীয় শিরোপা। তবে টিমমেটদের অনেকেরই প্রথম। অভিজ্ঞতাতেও তাই আছে ভিন্নতা। প্রাপ্তির পাশাপাশি বিপিএল ফাইনাল লিখেছে অপূর্ণতার গল্প। আর এবারের আসরের ভুলত্রুটি শুধরে আগামী আসরে আরো ভালো টুর্নামেন্ট উপহার দেয়ার প্রত্যয়। একাদশতম আসরের ফাইনাল শেষে বিপিএল সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের অভিব্যক্তিতে ফুটে উঠেছে এমনটাই।

বরিশালের টানা দ্বিতীয় শিরোপা। তবে টিম মেটদের অনেকেরই প্রথম। অভিজ্ঞতাতেও তাই আছে ভিন্নতা। প্রাপ্তির পাশাপাশি বিপিএল ফাইনাল লিখেছে অপূর্ণতার গল্প। আর এবারের আসরের ভুলত্রুটি শুধরে আগামী আসরে আরো ভালো টুর্নামেন্ট উপহার দেয়ার প্রত্যয়। একাদশতম আসরের ফাইনাল শেষে বিপিএল সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের অভিব্যক্তিতে ফুটে উঠেছে এমনটাই।

টিম বাসে উঠার আগে ট্রফি হাতে তানভির ইসলামের রাজসিক ইন্ট্রান্স। গতবার এই বরিশালের কাছেই হারের স্বাদটা নিশ্চয় এখন আর পোড়াবে না! বাসে উঠার পরপরই অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিটা হ্যান্ডওভার করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিকের কন্যাদের কাছে। শিরোপা হাতে তাদের উচ্ছ্বাসটা ছিল চোখে পড়বার মতো.

মুদ্রার এপিঠ ওপিঠের মতো জয়ের বিপরীতে থাকে পরাজয়।সঙ্গতকারণেই ফাইনালিস্ট দুই দলের মালিকের কথায় ভিন্ন আবহ

ফরচুন বরিশালের স্বত্বাধিকার মিজানুর রহমান বলেন, ‘আমার কাছে মনে হয়েছে ওভারঅল ভালো হয়েছে। এটা ফাইনাল ম্যাচ ছিল, এটা হাত ছাড়া হলে পুরোপুরি গেম হেরে যেতাম তাই টেনশন অবশ্যই ছিল।’

চিটাগাং কিংসের স্বত্বাধিকার সামির কাদের চৌধুরী বলেন, ‘ জয়ের পুরো কৃতিত্ব বরিশালের তারা ভালো খেলেছে শেষ দিকে তারা প্রেশার ভালোভাবে হ্যান্ডেল করেছেন। আশা করি আগামী বছর আরো শক্তিশালীভাবে ফিরে আসব। ’

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বিভিন্ন ভূমিকায় ফাইনালে উঠেছিলেন নাফিস ইকবাল। তবে শিরোপা জেতার স্বাদ পেয়েছেন এবারই প্রথম

ব্যাটিং কোচ নাফিস ইকবাল বলেন, ‘তিনবার বিপিএল ফাইনাল খেলেছিলাম কিন্তু চ্যাম্পিয়ন হতে পারি নাই। এবার অনেক হ্যাপি চ্যাম্পিয়ন হয়ে।’

নানা অসামঞ্জস্যতায় বিতর্কিত হয়েছে বিপিএল। তবে সঙ্গী ছিল প্রতিবন্ধকতাও। কিন্তু বন্ধুর পথ সামলে দর্শক উন্মাদনায় সেরা বিপিএল উপহার দিয়ে আরো উন্নতির প্রত্যয় ক্রীড়া উপদেষ্টার।

ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘খুব স্বল্প সময়ে তাড়াহুড়োর মধ্যে আয়োজনের কারণে আমাদের কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল, তবে ওভারঅল শেষ ভালো যার সব ভালো তার। আজকে খুব সুন্দর একটি ফাইনাল হয়েছে এবং সেমিফাইনালেও প্রতিযোগিতাপূর্ণ খেলা দেখেছি আমরা। যাতে দর্শকরা খুশি হয়েছে, যা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল।’

চ্যাম্পিয়ন দল গড়ে শিরোপা ধরে রাখার প্রত্যয় জানিয়েছিল বরিশাল। উত্তেজনাময় ফাইনালে শিরোপা ধরে রেখে সেই চ্যালেঞ্জ জিতেছে তারা। আগামী আসরে সকল বিতর্কের অবসান ঘটিয়ে বিসিবির চ্যালেঞ্জ জেতার পালা।

এএম