বরিশালের টানা দ্বিতীয় শিরোপা। তবে টিমমেটদের অনেকেরই প্রথম। অভিজ্ঞতাতেও তাই আছে ভিন্নতা। প্রাপ্তির পাশাপাশি বিপিএল ফাইনাল লিখেছে অপূর্ণতার গল্প। আর এবারের আসরের ভুলত্রুটি শুধরে আগামী আসরে আরো ভালো টুর্নামেন্ট উপহার দেয়ার প্রত্যয়। একাদশতম আসরের ফাইনাল শেষে বিপিএল সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের অভিব্যক্তিতে ফুটে উঠেছে এমনটাই।