এক দশক পেরিয়েও কি তাহলে, দীর্ঘশ্বাস হয়েই রইলো বিপিএল? চোখে দেখা যায় কিন্তু বিশ্বাস করা যায় না। মাঠের বাইরে শুধুই বিতর্ক।
সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘আমি বলব না খুব বেটার হয়েছে এবারের বিপিএল। আমরা এক সময় টিভিতে রেসলিং খেলা দেখেছি, পরে শুনেছিলাম তা অনেকটাই সাজানো খেলার মতো হয়। কেন জানি বিপিএল সম্পর্কে মানুষের মধ্যে এমন ধারণা চলে এসেছে। ম্যাচ দেখে মানুষ মনে করে এটা সাজানো খেলা।’
চলতি আসরে দেখা গেছে নানা অসামঞ্জস্য। তীব্র সমালোচনার মুখে বিসিবি প্রেসিডেন্ট বলেছিলেন, এটা শিক্ষা নেয়ার আসর। তাহলে আগের দশ আসরে কি কোনো শিক্ষা লাভের সুযোগ ছিল না?
খালেদ মাসুদ পাইলট বলেন, ‘দশ বছর কিন্তু হয়ে গেছে তাই লার্নিং বললে আর হবে না, বিপিএল এর কনসেপ্ট তো অনেক দিন ধরে আছে। ট্রেনতো একটাই চলছে। শুধু ড্রাইভার বদল হয়েছে।’
ঘটা করে আয়োজন। বলা হচ্ছিলো, এটাই হতে যাচ্ছে ইতিহাস সেরা বিপিএল। কিন্তু কী হলো শেষ পর্যন্ত?
খালেদ মাসুদ বলেন, ‘আজকে দেখেন তিনটা ভেন্যুতে খেলা হচ্ছে।কেন আমরা আরো চার থেকে পাঁচটা ভেন্যু বাড়াতে পারলাম না। এখন বলতে পারেন নতুন সরকার এসেছে এজন্য পারি নাই। তাহলে আমি বলব কেন সিস্টেম তো আছেই। খেলার নিয়মগুলো যারা করবে তারাতো চেঞ্জ হয়নি।’
তিনি আরো বলেন, ‘আমি আশা করি বিপিএলটা যেন আগামীতে যেন একটা কোয়ালিটি বিপিএল হয় এবং সবাই যেন একত্র থাকে।’
তবে, জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মনে করছেন, সঠিক পরিকল্পনা নিলে এখনও সুদিন ফেরানো সম্ভব বিপিএলে।