‘দলে তারকার ছড়াছড়ি থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের সুযোগ মিলছে না’

.
ক্রিকেট
এখন মাঠে
0

দলে তারকার ছড়াছড়ি থাকায় ফরচুন বরিশালের একাদশে সুযোগ মিলছে না জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের। শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তবে আলোচিত ফিক্সিং ইস্যুতে কোনো মন্তব্য করতে রাজি হননি জাতীয় দলের বাঁহাতি এই স্পিনার।


বিপিএলে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে ফরচুন বরিশাল। তারকায় ঠাসা দলটির প্লে অফ নিশ্চিত হয়েছে আরো আগেই । তামিম, মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে গড়া দলটায় রয়েছে জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া আছে অভিজ্ঞ মুশফিকুর রহিমও।

তবে চোখের পড়ার মতো বিষয় ১১ ম্যাচে মাত্র পাঁচটাতে খেলেছে জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া সাদা পোশাকের নিয়মিত বোলার তাইজুলও খেলেছেন মাত্র একটিতে।

বরিশাল স্পিনার তাইজুল ইসলাম বলেন, ‘ম্যাচ না খেলাটাই স্বাভাবিক রিফাত ও তানভীররা এখন বাংলাদেশকে টি-টোয়েন্টি ফরমেটে রেপ্রিজেন্ট করছে। তাই এখানে আমার প্রশ্নই আছে আমি অনেক ম্যাচ খেলব। আমাদের আসলে টিমটা দেখতে হবে, পানি অন্য টিম ও আমাদের টিমও সঙ্গে দেখেন তাহলে। আমাদের টিমের বেঞ্চে কারা বসে আছে, তাদের আরো একটা ভালো টিম করা যাবে।’

খেলোয়াড়দের পেমেন্ট, ফিক্সিং ইস্যুসহ নানা কারণে বিতর্কিত এবারের বিপিএলের আসর। তবে এ বিষয়গুলো নিয়ে একে বারেই ভাবছেন না তাইজুল ইসলাম।

বরিশাল স্পিনার তাইজুল ইসলাম বলেন, ‘এটা আসলে আমার জানার কথা না। এটা কী হচ্ছে, না হচ্ছে সব কিছু ক্রিকেটবোর্ড দেখছে। তাই এটা নিয়ে আমার মাথা ঘামানোর বিষয় না। ৫০ শতাংশ পেমেন্ট আমরা পেয়েছে সামনের দুই-চার দিনের মাঝে আরো ২৫ শতাংশ পাবো।’

এএম