মাঠ আর মাঠের বাইরে নানান বিতর্কিত কর্মকাণ্ডে আলোচিত বিপিএলে টেবিলের লড়াইটাও হয়ে ওঠে জমজমাট। বিশেষ করে রেইস থেকে প্রায় ছিটকে পড়া দুর্বার রাজশাহীর শেষদিকে টানা তিন জয়ে পাশার দান অনেকটাই উল্টে যায়। আর তাতে জয়-হারের বৃত্তে ঘুরতে থাকা খুলনা টাইগার্সের জন্য সমীকরণটা হয়ে ওঠে বেশ জটিল।
আসরে টিকে থাকতে মেহেদি মিরাজদের সামনে একটাই অপশান; উইন অর উইন। ইতিবাচক নেট রানরেট থাকায় কেবল পয়েন্টের হিসাবটা মেলাতে পারলেই পরের পর্ব নিশ্চিত খুলনার বাঘদের জন্য। চাই কেবল একটা জয়। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা নাঈম শেখ আর মেহেদি মিরাজের অলরাউন্ড নৈপুন্য তাদেরকে আশাবাদী করতেই পারে।
এরইমধ্যে আসর থেকে বিদায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস। শেষ ম্যাচটা তাদের জন্য কেবলই নিয়মরক্ষার। তবে একের পর এক হারে বিধ্বস্ত দলটা হয়তো শেষটা ভালো করতে চাইবে।
দিনের অন্য ম্যাচটা ফরচুন বরিশাল বনাম চিটাগাং কিংসের। দুই দলই এরইমধ্যে পরের পর্বে পা দিয়ে ফেলেছে। তবু হিসাব নিকাশ তো আছেই। শিরোপার হাতছোঁয়া দূরত্বের লড়াইয়ে নামার আগে নিশ্চয়ই নিজেদের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে নিতে চাইবে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
ফরচুন বরিশালের স্পিনার তাইজুল ইসলাম বলেন, 'আমরা যার সাথেই খেলি না কেন, ভালো খেলাটা জরুরি। আসলে আমাদের চোখ একদিকেই সেটা হলো ট্রফি। তার জন্য আমাদের যেটা বেটার হবে, আমরা সেটাই করবো। এবং আমরা কাপ নেয়ার চিন্তাভাবনা করবো ইনশাআল্লাহ।'
চিটাগাং কিংসের সামনে সুযোগ আছে কোয়ালিফায়ার নিশ্চিত করার। ম্যাচটা জিতলেই টেবিলের দুইয়ে উঠে আসবে তারা। ফলে প্লে অফে পাবে দু'টো ম্যাচ খেলার সুযোগ। এমন সুযোগ কেই বা হাতছাড়া করতে চাইবে? মিঠুন আলীরা নিশ্চয়ই চাইবেন না।