ফলে প্রায় জিততে যাওয়া ম্যাচও হাত থেকে ফসকে গেছে ইংল্যান্ডের। ব্যাট হাতে ঝড় তুলে ৩ উইকেটে জয় নিশ্চিত করা তিলক গড়লেন বিশ্বরেকর্ড।
এতদিন টানা অপরাজিত থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করার রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের টপ অর্ডার মার্ক চাপম্যানের।
চার ম্যাচ অপরাজিত থেকে তিনি আউট হয়েছিলেন পঞ্চম ম্যাচে। আর তাতে এই কিউই তারকার রান দাঁড়ায় ২৭১।
তাকে ছাড়িয়ে আউট না হয়ে রানটা ৩১৮তে নিয়ে গেছেন তিলক।
অপরাজিত থাকায় তার সামনে সুযোগ রয়েছে রানের অঙ্ককে আরো উঁচুতে নেওয়ার। সর্বশেষ চার টি-টোয়েন্টিতে তার রান ১০৭, ১২০, ১৯ ও ৭২।