ক্রিকেট
এখন মাঠে
0

টুর্নামেন্টে টিকে রইলো শাকিব খানের ঢাকা

বিপিএলের এগারতম আসরে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। চিটাগং কিংসের বিপক্ষে জয় পেয়ে নিজেদের প্লে অফের স্বপ্ন টিকিয়ে রাখলো শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। যদিও ম্যাচ সেরা তানজীদ তামিম মনে করেন প্লে অফ নয়, আপাতত ম্যাচ বাই ম্যাচ চিন্তা করবে ফ্র্যাঞ্চাইজিটি।

লিগ পর্বের অন্তিম সময়ে জমে উঠেছে বিপিএলের পয়েন্ট টেবিলের খেলা। টানা হারে বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালসের জন্য কঠিনই হবে প্লে অফের পথটা। তিন ম্যাচের একটিতেও হারলে ভেঙে যাবে পরের রাউন্ডে যাবার স্বপ্ন, এমন সমীকরণে দলকে জিতিয়ে তানজিদ তামিম হয়েছেন ঢাকার নায়ক।

প্রতিযোগিতায় টিকে থাকার ম্যাচে আজ (বুধবার, ২২ জানুয়ারি) টেবিলের দুই নম্বর দল চিটাগংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ঢাকা। টস জিতে প্রথমে ব্যাট করে ১৪৯ রানের লক্ষ্য ছুড়ে দেয় বন্দর নগরীর দল। কিংসের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন নাঈম ইসলাম।

জবাবে শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের ওপর চড়াও হন ঢাকার দুই ওপেনার তানজিদ তামিম-লিটন দাস। ৯ ওভারে ৭৫ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন লিটন। তবে লিটনের বিদায়ও থামাতে পারেনি তামিমের উইলোবাজি। তিন চার আর সাত ছক্কায় ৯০ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচ জয়ে টেবিলের ৪ নম্বরে উঠে এসেছে শাকিব খানের দল। যদিও তামিমের দাবি, প্লে অফের চিন্তা করে না করে আপাতত ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করতে চায় ঢাকা ক্যাপিটালস।

তানজীদ তামিম বলেন, 'সত্য কথা বলতে আমরা এখন শেষ দিকে এসে এগুলো চিন্তা করছি না। আমরা সামনের ম্যাচে পোকাস করছি। সামনের দুইটা ম্যাচ যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি তাহলে হয়তো চান্স হইতেও পারে। কিন্তু আমরা এটা নিয়ে এক্সট্রা প্রেসার নিতে চাই না। কারণ আমাদের শুরুটা ভালো হয়নি। তো আমাদের চেষ্টা থাকবে সামনের দুইটা ম্যাচ ভালোভাবে শেষ করার।'

এসএস