টুর্নামেন্টে টিকে রইলো শাকিব খানের ঢাকা
বিপিএলের এগারতম আসরে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। চিটাগং কিংসের বিপক্ষে জয় পেয়ে নিজেদের প্লে অফের স্বপ্ন টিকিয়ে রাখলো শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। যদিও ম্যাচ সেরা তানজীদ তামিম মনে করেন প্লে অফ নয়, আপাতত ম্যাচ বাই ম্যাচ চিন্তা করবে ফ্র্যাঞ্চাইজিটি।