ক্রিকেট
এখন মাঠে
0

জমে উঠেছে বিপিএলের পয়েন্ট টেবিল, বাঁচা-মরার লড়াই শুরু

জমে উঠেছে বিপিএলের পয়েন্ট টেবিল। রংপুর রাইডার্স ছাড়া প্লে অফ নিশ্চিত হয়নি কারোই। হারলেই বাদ, এমন পরিস্থিতি সামনে রেখে নিচের সারির দলগুলোর চোখও পরের রাউন্ডে। এ অবস্থায় একদিন বিরতি কাটিয়ে বাঁচা-মরার লড়াইয়ে দুপুর দেড়টায় চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।

নতুন বিপিএল স্লোগানে শুরু করা টুর্নামেন্টের মাঠের খেলায় বাস্তবিক অর্থেই নতুনত্বের ছোঁয়া। সময় যত যাচ্ছে পয়েন্ট টেবিলের লড়াই তত তীব্র হচ্ছে। সেই লড়াইয়ে টিকে থেকে শেষ পর্যন্ত প্লে-অফে রংপুরের সঙ্গী হবে কোন ৩ দল? কাগজে-কলমে প্লে অফে যাবার সুযোগ আছে সবারই। তবে শেষপর্যন্ত কারা হাসবে শেষ হাসি, তা জানতে যেন অপেক্ষা করতে হবে লিগ পর্বের শেষ পর্যন্ত।

ঘরের মাঠে চিটাগাং কিংস টানা দুই ম্যাচ হারায় টেবিলের লড়াইটা আরো জমে উঠেছে। তবে দুর্বার রাজশাহীকে বড় ব্যবধানে হারানোর পর কিংস অলরাউন্ডার নাঈম ইসলামের বিশ্বাস বাকি ম্যাচগুলোতে জয়ের ধারায় থাকবে তার দল।

নাঈম ইসলাম বলেন, ‘আমাদের আর চারটি ম্যাচ বাকি আছে, তাই আমরা ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করব, যেন প্রতিটি ম্যাচ আমরা জিততে পারি। আমরা এখন ভালো ফ্লোতে আছি। আগের দুই ম্যাচ হেরে আমরা একটু ব্যাকফুটে ছিলাম। তাই শেষ ম্যাচের জয় আমাদের জন্য মাস্ট নিডেড ছিল। আমরা সেটা জিততে পেরেছি।’

আসরে প্রথম জয়ের আগে ৬ ম্যাচে হার দেখতে হয়েছে ঢাকা ক্যাপিটালসকে। নিজেদের সপ্তম ও নবম ম্যাচে এসে ছন্দ খুঁজে পাওয়া ঢাকা এখনও হারাচ্ছে না প্লে-অফের আশা। থিসারার চোখ এবার তাই ১০ পয়েন্টের দিকে, যা অর্জন করতে হলে হারা যাবে না কোনো ম্যাচই।

থিসারা পেরেরা বলেন, ‘আমরা ভালো খেললে কেউ আমাদের হারাতে পারবে না তা দুই ম্যাচেই দেখেছি, তবে টুর্নামেন্টের শুরুর দিকে আমাদের খারাপ সময় গিয়েছে যেমনটা যেতেই পারে। আমাদের হাতে আরো ৩ ম্যাচ আছে জিততে পারলে ভালো কিছু হবার সম্ভাবনা রয়েছে।’

জয় দিয়ে শুরু করা খুলনা টাইগার্স মাঝে যেন নিজেদের হারিয়ে ফেলেছিল। টানা চার হারের পর রাজশাহীর বিপক্ষে কষ্টার্জিত জয়। শেষ চারে জায়গা করে নিতে বাকি ম্যাচগুলোতে পা হড়কানোর সুযোগ নেই আফিফ হোসেন ধ্রুবদের সামনে। পরের রাউন্ডে চোখ তাদেরও। সেক্ষেত্রে টস কিংবা শিশিরের চোখ রাঙানিকেও উপেক্ষা করতে হবে খুলনা টাইগার্সকে।

আফিফ হোসেন ধ্রুব বলেন, ‘টি-টোয়েন্টি খেলায় যে টিম ভালো খেলবে সেদিন সেই দলই জিতবে এটাই আমরা বিশ্বাস করি। আমরা যদি আমাদের বেস্ট পারফরম্যান্সটা দিতে পারি ভবিষ্যতে ম্যাচে আমরা ভালো করব। বিশেষ করে রাতের ম্যাচে দেখছি প্রতিটি টিম ফিল্ডিংয়ে স্ট্রাগল করছে, এটা নিয়ে আমরা ফোকাস করছি প্র্যাকটিসে। আমাদের ফিল্ডিংটা যদি ভালো থাকে তাহলে ম্যাচ আমাদের পক্ষে থাকবে আশা করি।’

দিনের প্রথম ম্যাচে কিংসের বিপক্ষে ঢাকা হেরে গেলেই প্রথম দল হিসেবে প্লে অফের স্বপ্নভঙ্গ হবে দলটির।

এএম