ক্রিকেট
এখন মাঠে
0

বিপিএল চট্টগ্রাম পর্বের টিকিট বিক্রিতে শুরুর দিনই বিশৃঙ্খলা

চট্টগ্রাম পর্বের টিকিট বিক্রি শুরুর দিনই চরম বিশৃঙ্খলা। টিকিটে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবির প্রেক্ষিতে সোয়া ২ ঘণ্টা বন্ধ ছিল টিকিট বিক্রি। এ সময় সড়কেও অবস্থান নেন টিকিট প্রত্যাশীরা। পরে প্রশাসনের আশ্বাসে বেলা পৌনে একটা থেকে শুরু হয় টিকিট বিক্রি। এমন পরিস্থিতির জন্য ক্ষোভ জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তবে সব ছাপিয়ে মাঠে গড়ালে জমজমাট লড়াই হবে বলে প্রত্যাশা তাদের।

নির্ধারিত সময়ের আগেই লম্বা লাইন। কুমিল্লা-কক্সবাজার-সিলেটসহ নানা প্রান্ত থেকে ক্রিকেটপ্রেমীরা এসেছেন। বিপিএল চট্টগ্রাম পর্বের খেলা দেখা নিশ্চিতে সবার চোখ টিকিটের দিকে।

আজ (বুধবার, ১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় টিকিট বিক্রি শুরুর আগেই বাধে বিপত্তি। এবারের টিকিটে যুক্ত হয়েছে ১৫ শতাংশ হারে ভ্যাট। তা দিতে অস্বীকৃতি টিকিট প্রত্যাশীদের। বাধে বাক বিতণ্ডা, চলে স্লোগানও। এম এ আজিজ স্টেডিয়াম বুথে বন্ধ হয়ে যায় টিকিট বিক্রির কার্যক্রম।

দীর্ঘ বাকবিতণ্ডার পর একপর্যায়ে ক্ষুব্ধ টিকিট প্রত্যাশীরা পাশের সড়কে অবস্থান নেন। সে সময় অনুশীলনে যাওয়ার পথে বাধা পড়ে খুলনা টাইগার্সের টিম বাস। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে সড়ক ছেড়ে দেন টিকিট প্রত্যাশীরা। বেলা পৌনে একটায় শুরু হয় টিকিট বিক্রি।

বিপিএলে চট্টগ্রাম পর্বে ঘরের দল চট্টগ্রাম কিংসের সমর্থকের পাল্লাটাই বেশ ভারি। মঙ্গলবার এয়ারপোর্ট থেকে রাজকীয়ভাবে বরণ করা হয় দলকে। তবে অন্যান্য দলের সমর্থকেরও অভাব নেই। তারকা খেলোয়াড়দের দেখতেও মাঠে যেতে উদগ্রীব অনেকে। সবমিলিয়ে রানের বন্যায় জমজমাট চট্টগ্রাম পর্ব আশা করছেন দর্শকরা।

সর্বনিম্ন ২০০ থেকে ২ হাজার টাকায় মিলছে বিপিএলের টিকিট। এমএ আজিজ স্টেডিয়াম বুথ, সাগরিকার বিটাক মোড়, মধুমতি ব্যাংকের আগ্রাবাদ এবং ওআর নিজাম রোড শাখাসহ অনলাইনে মিলছে টিকিট।

এএম