চ্যাম্পিয়ন্স ট্রফির দুবাই পর্বের অতিরিক্ত টিকিট বিক্রি শুরু

ক্রিকেট
এখন মাঠে
0

চ্যাম্পিয়ন্স ট্রফির দুবাই পর্বের অতিরিক্ত টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। গ্রুপপর্বের তিনটি ম্যাচ ছাড়াও প্রথম সেমিফাইনালের টিকিট কিনতে পারবেন দর্শকরা।

আজ (রোববার, ১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশ ছাড়াও খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। তিনটি ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

একই ভেন্যুতে হবে প্রথম সেমিফাইনাল। চার ম্যাচের খেলা দেখতে অনলাইনে টিকিট কেনার সুযোগ থাকছে ভক্তদের জন্য।

২০ ফেব্রুয়ারি ভারত-বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির সংযুক্ত আরব আমিরাত পর্ব।

ইএ