বিপিএল চট্টগ্রাম পর্বের টিকিট বিক্রিতে শুরুর দিনই বিশৃঙ্খলা
চট্টগ্রাম পর্বের টিকিট বিক্রি শুরুর দিনই চরম বিশৃঙ্খলা। টিকিটে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবির প্রেক্ষিতে সোয়া ২ ঘণ্টা বন্ধ ছিল টিকিট বিক্রি। এ সময় সড়কেও অবস্থান নেন টিকিট প্রত্যাশীরা। পরে প্রশাসনের আশ্বাসে বেলা পৌনে একটা থেকে শুরু হয় টিকিট বিক্রি। এমন পরিস্থিতির জন্য ক্ষোভ জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তবে সব ছাপিয়ে মাঠে গড়ালে জমজমাট লড়াই হবে বলে প্রত্যাশা তাদের।