ক্রিকেট
এখন মাঠে
0

রংপুর-খুলনার ম্যাচ দিয়ে শেষ হবে বিপিএল সিলেট পর্ব

দেখতে দেখতেই শেষের পথে বিপিএলের সিলেট পর্ব। শেষদিন দুপুর দেড়টায় চিটাগাং কিংসের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। আর সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টুর্নামেন্টের অপরাজিত দল রংপুর। তাদের প্রতিপক্ষে খুলনা টাইগার্স।

গেল ৬ জানুয়ারি দুটি পাতা একটি কুঁড়ির দেশ সিলেটে মাঠে গড়ায় বিপিএলের মাঠের লড়াই। ইতিমধ্যে ১০টি ম্যাচ সফলভাবে শেষ হয়েছে লাক্কাতুরায়। বাকি রয়েছে দুই ম্যাচ, সেগুলোও শেষ হবে আজ।

এরপর দলগুলো রওনা হবে বন্দরনগরী চট্টগ্রামের পথে। গেল বছর সিলেট পর্ব শেষে আবার ঢাকায় ফিরেছিল বিপিএল। কিন্তু এবার ব্যতিক্রমী আয়োজন রেখেছে বিসিবি। সিলেট থেকে চট্টগ্রাম হয়ে চলতি মাসের শেষ সপ্তাহে বিপিএল ফিরবে মিরপুরে।

শেষ দিনে প্রথম ম্যাচে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স, প্রতিপক্ষ হিসেবে থাকবে চিটাগাং কিংস। আর রাতের ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স।

ঘরের মাঠে প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচ টানা জয়ে সিলেটবাসীর মনে কেবল ছিল জয়ের আনন্দ।চিটাগাং কিংসের বিপক্ষে জয় দিয়ে এই উন্মাদনা যেন আরো বাড়িয়ে তোলা যায় সেজন্য জোরালো প্রস্তুতি নিচ্ছেন স্ট্রাইকার্সের ক্রিকেটাররা। তবে তা মোটেও সহজ হবে না। কারণ সিলেট পর্বে এখনো অপরাজিত কিংসরা। দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।

ঢাকা পর্বের প্রথম অংশ দারুণ কেটেছিল খুলনার। কিন্তু সিলেটের খেলায় তারা বড় ধাক্কা খেয়েছে। রাজশাহী ও সিলেটের বিপক্ষে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। এই পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অপরাজিত দল রংপুর রাইডার্স। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া ম্যাচ দিয়েই বিপিএলের এবারের আসর বিদায় নিবে চায়ের রাজধানী থেকে।

এএইচ