চায়ের দেশে জমে উঠেছে বিপিএলের একাদশতম আসর। টানা ৬ ম্যাচে ৬ জয়ে টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। ৫ ম্যাচে ৩ জয়ে টেবিলের দুইয়ে তামিমের ফরচুন বরিশাল।
৩ ম্যাচে ২ জয় ও ১ পরাজয়ে টেবিলের ৪ নম্বরে মিরাজের খুলনা টাইগার্স। সবশেষ ম্যাচে রায়ান বার্লের অলরাউন্ড পারফরম্যান্সের কাছে হার মানে খুলনা।
৪ ম্যাচে মাত্র ১ জয়ে টেবিলের ছয়ে সিলেট। ঢাকার বিপক্ষে জাকির হাসানের ২৭ বলে ৫৮ ও রনি ও আরিফুলের দুই ক্যামিও ইনিংসে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নেয় স্ট্রাইকার্সরা। টুর্নামেন্টে টিকে থাকার জন্য দুইদলই চাইবে জয়ের ট্যালি বাড়িয়ে নিতে।
দিনের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। ৫ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সবার উপরে তাসকিন। অপরদিকে ৬ ম্যাচে ৬ পরাজয়ে টেবিলের একদম তলানীতে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। থিসারা পেরেরা, জেসন রয়রা পারছেন না ঢাকার ভাগ্য বদলাতে। সাব্বির ও তানজিদ তামিমরা ফর্মে ফিরলেও প্রশ্ন এখন একটাই ঢাকাকে পরাজয়ের বৃত্ত থেকে বের করবেন কে?