ক্রিকেট
এখন মাঠে
0

পাঠ্যবইয়ে নিজের নাম আসায় উচ্ছ্বসিত জ্যোতি

সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে নিজের নাম আসায় উচ্ছ্বসিত বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মিরপুর স্টেডিয়ামে এমন প্রতিক্রিয়া জানান। বলেন, চলতি বছরের নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করতে উইন্ডিজদের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া তারা।

সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে নিজের নাম আসায় উচ্ছ্বসিত বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মিরপুর স্টেডিয়ামে এমন প্রতিক্রিয়া জানান। বলেন, চলতি বছরের নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করতে উইন্ডিজদের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া তারা।

জ্যোতি বলেন, ‘আম্মু বলছিল, হয়তো কারও কাছে থেকে শুনেছে ব্যাপারটা। ভালো লাগার বিষয় অবশ্যই। কিন্তু আমার থেকে মনে হয় আমার পরিবার বেশি খুশি এই বিষয়ে।’

তিনি বলেন, ‘এটা শুধুই কি একটা সিরিজ? নাকি বিশ্বকাপের একটা টিকিটি। এদিক থেকে চিন্তা করেল সবাই যেভাবে অনুশীলন করছে তাদের কথা শুনলে মনে হয় তাদের ফোকাস অনেক বেশি। কারণ কেউই চায় না যে আমরা যেন কোয়ালিফায়ার রাউন্ড খেলি।’

এসএস