সিলেট স্টেডিয়ামের বাউন্ডারি নিয়ে তামিমের অভিযোগ সঠিক নয়

ক্রিকেট
এখন মাঠে
0

বিপিএলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের বাউন্ডারি নিয়ে তামিমের অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলার সুযোগ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

বাউন্ডারি সীমানা বিস্ময়করভাবে ছোট। কদিন আগেই ম্যাচসেরার পুরস্কার নিতে এসে বিপিএলের বাউন্ডারি নিয়ে অসন্তুষ্ট তামিম এমন মন্তব্য করেছিলেন। তবে বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন রকিবুল হাসান মনে করেন অভিজ্ঞ ব্যাটার তামিমের এমন মন্তব্য সাংঘর্ষিক। যেটা বিপিএলে নতুন বিতর্ক যোগ করেছে।

বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান বলেন, ‘তামিমের অভিযোগ সঠিক নয়। একদিকে যদি ৬৫ গজ থাকতে হবে তাহলে অন্যদিকে ৯০ গজ পর্যন্ত যেতে পারে যদি প্রয়োজন হয়। নিউজিল্যান্ডের দিকে দেখেন তাদের ছোট মাঠ। এখানে এক্সকিউজ দিয়ে লাভ নেই।’

ফরচুন বরিশালের সর্বশেষ ম্যাচে হেলসের সঙ্গে বিতর্কে মেজাজ হারিয়ে বসেন তামিম। এক্ষেত্রে একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে কাছ থেকে আরো সংযত আচরণ প্রত্যাশা করেন দেশের প্রবীণ ক্রিকেট ব্যক্তিত্ব রকিবুল। তবে চ্যাম্পিয়ন ট্রফির দলে যদি তামিম থাকেন তাহলে দলের জন্য সেটা দারুণ বিষয় হবে জানান তিনি।

রকিবুল হাসান বলেন, ‘ক্রিকেট ভদ্র লোকের খেলা। ম্যাচে হার জিত থাকতেই পারে। তাই বলে রিয়াকশন দিবেন এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।’

তামিমকে দলে চাইলেও সাকিব আল হাসানকে চ্যাম্পিয়নস ট্রফির দলে দেখছেন না জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন। দ্রুত সময়ের মধ্যে সাকিব আবারো বুকিং অ্যাকশন পরীক্ষা দিতে পারবেন কি পারবেন না সেই বিষয়টি পরিষ্কার করেছেন তিনি। পাশাপাশি শুধু সাকিবের এই মুহূর্তে জাতীয় দলে জায়গা পাওয়া সংশয় আছে দেশের অভিজ্ঞ এই ক্রিকেট মস্তিষ্ক।

তিনি বলেন, ‘দুইবার যদি আপনি ফেল করেন তাহলে ব্যান হবে ১ বছরের জন্য। ক্রিকেট বোর্ড যদি মনে করে তাকে ব্যাটার হিসেবে খেলাবে সেটা একটা বিষয়। এখন ব্যাটিং হিসেবে ভালো নেই। আমাদের অন্য প্লেয়াররা ভালো খেলছে। আমাদের তো সামনের দিকে তাকাতে হবে।’

মুদ্রার এপিট-ওপিঠের মত বিপিএলেও একই সঙ্গে চলছে প্রশংসা আর সমালোচনা। তবে এতকিছুর মাঝেও চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার কাউন্ট ডাউন। আর সেই গণনায় সাকিব-তামিম এখন প্রশ্নবোধক চিহ্ন৷ অন্তত পক্ষে দল প্রকাশিত হবার আগ পর্যন্ত।

ইএ