মাঠে সময়টা ভালো যাচ্ছে না রাজশাহীর। সবশেষ দুই ম্যাচে হারের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছেন তাসকিন-বিজয়রা। নিজেদের চার ম্যাচে ৩ পরাজয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে তারা।
তবে দল ভালো না করলেও ব্যক্তিগত সাফল্যে তুঙ্গে আছেন রাজশাহীর দুই তারকা তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়।
অন্যদিকে আসরে দুই ম্যাচ খেলে দুটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে মেহেদি মিরাজের খুলনা টাইগার্স। পরের ম্যাচে টেবিলের সাত নম্বর দল সিলেটের বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টে এখন পর্যন্ত জয়ের দেখা না পাওয়া ঢাকা ক্যাপিটালস। দুই দলই চাইবে আসরে নিজেদের প্রথম জয় পেতে।