জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট পর্ব। দুই দিনে মাঠে গড়িয়েছে ৪ ম্যাচ। একদিন বিরতির পর বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচেই মাঠে নামছে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল।
টানা ৫ ম্যাচে ৫ জয়। ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে রংপুর রাইডার্স। সবশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে দলটি। শুরুতে নাহিদ রানা ও খুশদিল শাহর দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাটিংয়ে অ্যালেক্স হেইলসের ঝড়ো ইনিংসের সুবাদে সহজ জয় পার সোহানের শিষ্যরা। পুরো টিমই আছে দারুণ ফর্মে।
বরিশালের বিপক্ষেও নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে টেবিল টপাররা। অপর দিকে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে ফরচুন বরিশালও আছে দারুণ ছন্দে। সবশেষ ম্যাচে স্বাগতিক সিলেটকে ৭ উইকেটে হারিয়েছে তামিমের দল। জাহানদাদ খান ও রিশাদ হোসেনের বোলিং তোপে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। তবে বৃহস্পতিবার বরিশালের লম্বা ব্যাটিং লাইন আপের মাথা ব্যাথার কারণ হতে পারেন নাহিদ ও খুশদিল শাহরা।
৪ ম্যাচের সবকটিতে হেরে একেবারে তলানিতে ঢাকা ক্যাপিটালস। দলে ইংলিশ তারকা জেসন রয়, সাব্বির রহমান ও মোসাদ্দেক সৈকত আসলেও পরিবর্তন হয়নি ঢাকার ভাগ্য। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় চিটাগাং কিংসের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে মোসাদ্দেক-সাব্বিররা। দুই ম্যাচে ১ জয় ও ১ পরাজয়ে টেবিলের ৪ এ চিটাগাং কিংস। হেলমেট, কিংবা প্যাড নিয়ে নানা সমালোচনা থাকলেও মাঠে জয়ের ধারা ধরে রাখতে চায় চিটাগাং কিংস।