ক্রিকেট
এখন মাঠে
0

টেস্টে প্রথমবার সিরিজ জিতলো আফগানিস্তান

টেস্টে প্রথমবার সিরিজ জিতলো আফগানিস্তান। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়েছে আফগানরা।

১১টি উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন অলরাউন্ডার রশিদ খান। ম্যাচের চতুর্থ দিনেই জয়ের মঞ্চটা প্রস্তুত করে রেখেছিল হাশমতউল্লাহ শহীদির দল।

শেষ দিনে জিততে রশিদ খানদের দরকার ছিল ২ উইকেট। পঞ্চম দিনের প্রথম সেশনে ১৫ মিনিট না পেরুতেই দুটি উইকেট হারায় জিম্বাবুইয়ানরা। এমনকি আগেরদিনের স্কোরের সাথে কোনো রানও যোগ করতে পারেনি ইরভাইনের দল।

ফলে ২৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০৫ রানে ইনিংস থামে স্বাগতিকদের।

যে কারণে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় আফগানিস্তান। প্রথম ম্যাচ একই ভেন্যুতে ড্র হয়েছিলো।

দুই ম্যাচে ৩৯২ রান করে সিরিজ সেরার পুরস্কার উঠেছে রহমত শাহের হাতে।

ইএ