সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রঙ তুলির আঁচড় আর সাজসজ্জার ব্যস্ততায় স্পষ্ট বোঝা যাচ্ছে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট প্রিমিয়ার লীগ বিপিএলের সিলেট পর্ব দরজায় কড়া নাড়ছে। রাজধানী ঢাকা মাতিয়ে এবার বিপিএলের যাত্রা সিলেটে।
সিলেট পর্বকে সামনে রেখে মাঠ তৈরি, প্যাভিলিয়নের রঙ তুলির কাজ, সাজসজ্জা সহ সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। সিলেটে ২২ গজের ক্রিকেট খেলাকে সর্বোচ্চ উপভোগ্য করতে চেষ্টার কমতি নেই আয়োজকদের।
সিলেট ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ম্যানেজার মো. ওয়াশিকুজ্জামান অনি বলেন, ‘গ্যালারির পাশাপাশি স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় সংস্কার হয়েছে। তার পাশাপাশি বোর্ডের ব্র্যান্ডিংয়ের দায়িত্বে যারা আছেন তার সাজসজ্জার কাজ দেখছেন।’
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় এই আসরকে কেন্দ্র করে বরাবরের মত এবার ও সিলেটের দর্শকদের উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাড়িয়ে ও তাদের চোখেমুখে নেই বিরক্তির ছাপ বরং উৎসবের মেজাজে সংগ্রহ করছেন নিজেদের প্রিয় দলের খেলার টিকেট।
ভক্তদের একজন বলেন, ‘সিলেটি মানুষের রক্ত গরম মাথা ঠাণ্ডা। আমরা কোনো বিশৃঙ্খলা করতাম না।’
এবারের বিপিএলে এরইমধ্যে টিকিট নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে। ঢাকা পর্বে টিকিটের জন্য বুথ ভাঙচুর, অগ্নিসংযোগের মত ঘটনাও ঘটেছে। সঙ্গে টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য তো আছেই। সিলেট পর্বে এ ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বি এম আশরাফুল্লাহ তাহের বলেন, ‘আমরা তিন থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় রয়েছি। আশা করছি কোনো ঝামেলা হবে না। যারা খেলা দেখবেন ও টিকেটিংয়ের ব্যবস্থা করবেন তাদের স্বচ্ছতা আনার কথা বলা হয়েছে।’
স্থানীয় দল সিলেট স্ট্রাইকার্সের পক্ষে মাঠে গলা ফাটাবেন সমর্থকরা।