ক্রিকেট
এখন মাঠে
0

উসমান খানের সেঞ্চুরিতে ভর করে চিটাগং কিংসের বড় জয়

চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা মিললো বিপিএলে। আসরের সপ্তম ম্যাচে রাজশাহীকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে চিটাগং কিংসের হয়ে বিপিএলের দ্বিতীয় ও ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করলো পাকিস্তানি ব্যাটার উসমান খান।

কুয়াশায় মোড়ানো শীতের দুপুরে মিরপুরে ব্যাট হাতে ঝড় তুললেন উসমান খান। চিটাগং কিংসের এই ব্যাটারের হাত ধরে আসরের সপ্তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেল বিপিএল।

এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে তেমন ঝলক দেখাতে পারেননি উসমান। দ্বিতীয় ম্যাচে সেটা পুষিয়ে দিয়েছেন তারকা এই ব্যাটার।

দুর্বার রাজশাহীর বোলারদের তুলোধুনো করে ওপেনিংয়ে নেমে ৬ ছক্কা ও ১৩ চারে পাকিস্তানি এই ব্যাটার করেছেন ৬২ বলে ১২৩ রান। যা দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচে পার্থক্য গড়ে দেয় চিটাগং কিংসকে ।

বিপিএলে এটি উসমানের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে আরেক ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে শতক হাঁকিয়েছিলেন তিনি। রাজশাহী বিপক্ষে চিটাগংয়ের ১০৫ রানের বিশাল জয়ের পাশাপাশি উসমানের ক্যারিয়ারের পঞ্চম আর বিপিএলের ইতিহাসে ৩৩তম শতক দেখলো মিরপুরের দর্শক।

ইএ