ক্রিকেট
এখন মাঠে
0

বিপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে রংপুর রাইডার্স

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে ৩৪ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রংপুর রাইডার্স। টস জিতে ব্যাট করতে নেমে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর।

শুরুতে ফিরে যান অ্যালেক্স হেলস, স্টিফেন টেইলর ও সাইফ হাসান। সেখান থেকে ৪১ রানের জুটি দেন দলটির দুই পাকিস্তানি স্পিন অলরাউন্ডার ইফতিখার আহমেদ ও খুশদীল শাহ।

শেষদিকে নুরুল হাসান সোহানের ৪১ ও শেখ মাহেদীর ১৬ রানের ক্যামিওতে দেড়শ পেরোয় রাইডার্সের সংগ্রহ। জবাবে শুরু থেকেই উইকেট হারাতে থাকা স্ট্রাইকার্স জয়ের স্বপ্ন দেখে ওপেনার রনি তালুকদারের ব্যাটে।

তবে দলীয় ৯১ রানে চতুর্থ ব্যাটার হিসেবে বিদায় নেয়ার পরই হুড়মুড়িয়ে ভেঙ্গে পরে সিলেটের ব্যাটিং লাইনআপ। শেষমেশ ৯ উইকেটে ১২১ রানে আটকে গেছে চায়ের দেশের দলটি।

ইএ