ক্রিকেট
এখন মাঠে
0

দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ৩৭ রানে খুলনা টাইগার্সের জয়

আসরের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসকে ৩৭ রানে হারিয়েছে খুলনা টাইগার্স। শুরুতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২০৩ রানের বড় সংগ্রহ গড়ে খুলনা। জবাব দিতে নেমে ১৬৬ রানে থামে কিংসের ইনিংস।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন খুলনার টাইগাররা। যদিও নাঈম শেখ ২৬ আর মেহেদি মিরাজ থামেন ১৮ রান করে।

তবে অজি ওপেনার উইলিয়াম বোসিস্টোর অনবদ্য ৭৫ আর শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ২২ বলে ৫৯ রানের টর্নেডো ইনিংসে, ২০৩ রানের পাহাড়সম সংগ্রহ পায় খুলনা।

লক্ষ্য তাড়া করতে নেমে নাঈম ইসলাম, পারভেজ ইমন, অধিনায়ক মিঠুন, পাক তারকা ওসমান খান, হায়দার আলী কেউই দাঁড়াতে পারেননি।

৩৮ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন শামীম পাটোয়ারী। তবু দলের হার ঠেকাতে পারেননি তিনি। ৪ উইকেট নিয়ে খুলনার জয়ের পথ সুগম করেন আবু হায়দার রনি।

এএইচ