ক্রিকেট
এখন মাঠে
0

সাকিবের পরিণতি দেখে খারাপ লাগছে সুজনের

বিপিএলের নতুন আসরে সাকিব আল হাসান থাকবেন কি না তা নিয়ে আছে ধোঁয়াশা। দেশসেরা ক্রিকেটারের এমন পরিণতি দেখে প্রতিপক্ষ দলের কোচ হয়েও খারাপ লেগেছে খালেদ মাহমুদ সুজনের। জাতীয় দলের আরেক তারকা ব্যাটার লিটন দাস বিপিএলের মাধ্যমেই ছন্দে ফিরবেন বলে আশা ঢাকা ক্যাপিটালস কোচের।

ঘরোয়া আর আন্তর্জাতিক মিলিয়ে ব্যস্ত সময় পার করছে দেশের ক্রিকেট। তবে কোথাও নেই দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

গেল জুলাইয়ে ভারতের মাটিতে বসে অবসরের ঘোষণা দিয়েছিলেন। বাসনা ছিল ঘরের মাঠ থেকেই ইতি টানবেন টেস্ট ক্যারিয়ারের। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সে সুযোগ পাননি সাকিব।

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমকালো আয়োজন বিপিএলের প্রস্তুতিতে যখন ব্যস্ত সবাই, তখনও নেই সাকিব আল হাসান। আসরে তার খেলার নিশ্চয়তা নেই। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন পরিণতি পোড়াচ্ছে কোচ খালেদ মাহমুদ সুজনকে।

তিনি বলেন, 'এত লম্বা ক্যারিয়ারের সাথে আমরা কয়েকটা মাস অপেক্ষা করতে পারলাম না। সাকিব বাংলাদেশকে এতকিছু দিয়েছে কিন্তু দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পাবে না। এতে খেলোয়াড়রাও অনেক হতাশ, আমার মনে হয়। সাকিব খেলোয়াড়দের সাথে অনেক ফ্রেন্ডলি। সবাইকে সবসময় সাপোর্ট করে, হেল্প করে। খারাপ লাগছে।'

ব্যাট হাতে দুঃ সপ্নের মুখোমুখি লিটন দাস। বছরজুড়ে তিন ফরম্যাট মিলিয়ে মাত্র এক সেঞ্চুরি ও দুই ফিফটি নামের পাশে। গড় ১৮ এরও কম। চারপাশ থেকে তীরের মতো ধেয়ে আসা সমালোচনার মধ্যেও লিটন দাসকে আগলে রাখলেন সুজন।

তিনি বলেন, 'আমি বিশ্বাস করি যে লিটন হার্ডওয়ার্ক করে, কোথায় ওর সমস্যা হচ্ছে সেটা আমি বলতে পারবো না। টেকনিক্যালি মনে হয় না আমার, যে ওর সমস্যা হওয়ার কথা। কারণ ওইটা নিয়ে অনেক কাজ করেছে। আমি লিটনকে বলবো শুধু বেসিক খেলে যেতে।'

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী সোমবার (৩০ ডিসেম্বর) শুরু হবে বিপিএলের নতুন আসর। প্রথম দিনই দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খালেদ মাহমুদের ঢাকা ক্যাপিটালস।

এসএস