প্রতিপক্ষ ভারতের বিপক্ষে ফাইনালে মাঠে নামার আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের অধিনায়ক সুমাইয়া আক্তার বলেন, ‘ক্রিকেট মাঠে আমরা সবাই ক্রিকেটার। আমরা চেষ্টা করেছি দেশের জন্য সেরাটা দেবার। ভারতের বিপক্ষে খেলাটা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল সে চ্যালেঞ্জটা আমরা সবাই সহজভাবে নিচ্ছি। দেখা যাক দিন শেষে কী হয়।’
বাংলাদেশি সমর্থকদের সম্পর্কে তিনি আরো বলেন, ‘মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিরা আমাদের অনেক সমর্থন ও অনুপ্রেরণা দিয়েছে। আমরা চাইব ফাইনালে ভালো কিছু একটা উপহার দিতে।’