জাকের 'দ্য ক্যারিবিয়ান ক্রিপ্টোনাইট শো'। কথাটি ক্যারিবিয়ান ধারাভাষ্যকার স্যামুয়েল বদ্রির। সুপারম্যানের মতো ব্যাটিংয়ে এমন উচ্চতর বিশেষণ টাইগার জাকেরের জন্য। শুরুটা অবশ্য করেছেন পারভেজ হোসেন ইমন। সৌম্যের পরিবর্তে সুযোগ পেয়েই ঝড় তুলেছেন কিংস্টাউনে।
পারভেজ ইমনের ঝড় থামার পর সিরিজের অন্যান্য ম্যাচের তুলনায় আত্মবিশ্বাসী ব্যাটিং করা লিটনও ফেরেন প্যাভিলিয়নে। সাময়িক ছন্দপতন হয় বাংলাদেশের ব্যাটিংয়ে, রানের গতিতে তখন ভাটার টান আর উইন্ডিজ শিবিরে স্বস্তি।
তবে জাকের আলীর ব্যাটে ক্যারিবীয়দের স্বস্তি রূপান্তরিত হয় মরীচিকায়। ছয় ছক্কা আর তিন চারে ৪১ বলে ৭২ রানের ইনিংসে উইন্ডিজ দর্শকদের হতাশ করে কিংস্টাউনে রাজা বনে যান জাকের। তার ইনিংসে ভর করে বাংলাদেশ পায় ম্যামোথ টোটাল, পেয়েছেন প্লেয়ার অবদ্য ম্যাচের স্বীকৃতিও। এ বছর মিরাজের সাথে যৌথভাবে টাইগারদের হয়ে সর্বোচ্চ সাত হাফসেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসিয়েছেন জাকের আলী অনিক।
আগের দুই ম্যাচে যেখানে মামুলি টার্গেটেই পরাজয় বরণ করতে হয়েছে রভম্যান পাওয়ালের দলকে সেখানে শেষ ম্যাচে কাজটা ছিল আরও কঠিন। আর তাসকিন আহমেদ-তানজিম সাকিবরা কাজটাকে অসম্ভবে পরিণত করেছেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য। চোখ ধাঁধানো বোলিংয়ে তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে ম্যান দ্য সিরিজ শেখ মাহেদী।
ওয়ানডে সিরিজে বড় ব্যবধানে হারের পর টি-টোয়েন্টিতে পাঁচ ধাপ এগিয়ে থাকা উইন্ডিজের সাথে আরো একটি সিরিজ হার চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। কিন্তু দুর্দান্ত ইউটার্নে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ।