ইংল্যান্ডে কাউন্ডি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশনকে অবৈধ বলে অভিযোগ করেন ফিল্ড আম্পায়াররা।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফোর খবর অনুযায়ী চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। ১০ ডিসেম্বর পরীক্ষার ফল জানার পরই নিষেধাজ্ঞায় পড়েন এই অলরাউন্ডার।
গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যান তিনি। সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে চার উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন সাকিব। এই ম্যাচেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা।
২০০৬ সাল আন্তর্জাতিক ম্যাচ খেলা সাকিব তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ৪৪৭টি ম্যাচ। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ ফরম্যাট দীর্ঘদিন ধরে খেললেও বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞা এবারই প্রথম বাঁহাতি এই অলরাউন্ডারের।